অনলাইন ভিত্তিক ডিজিটাল মার্কেট ”বেপারিওয়ালা” তে একাউন্ট খুললেই পাওয়া যাবে ৫০ টাকা বোনাস। একাউন্ট খোলার পর সাথে সাথে ওয়ালেটে ৫০ টাকা জমা হয়ে যাবে। পরবর্তীতে এই টাকা খরচ করে বেপারিওয়ালা থেকে পণ্য কিনতে পারবে। প্রতিবার পণ্য কেনার সময় থাকছে নিশ্চিত ক্যাশ ব্যাক।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌছে দেওয়াই তাদের মূল উদ্দ্যেশ্য। পণ্য বিক্রি ছাড়াও গ্রাফিক্স ডিজাইন, ওয়েব সাইট তৈরী, প্রিন্টিং প্রেস, ব্রান্ড প্রোমোট এর কাজ করে থাকে।
একাউন্ট খুলতে bepariwala.com এ গিয়ে মাই একাউন্ট থেকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার পর সাথে সাথেই ৫০ টাকা যোগ হয়ে যাবে।
Wow
thanks