জনপ্রিয় টিভি সিরিজ ‘গিলিগান’স আইল্যান্ড’ তারকা ডন ওয়েলস মারা গেছেন। করোনা সংক্রান্ত জটিলতায় বুধবার ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
ডন ওয়েলসের প্রতিনিধি হ্যারন বোল মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এক ইমেইলে তিনি লিখেছেন, ‘শান্তিতে মৃত্যু হয়েছে…কোনো কষ্ট পাননি।’ ৩০ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় মৃত্যু হয়েছে তার।