জলধারা-সাহিত্য ও সংস্কৃতি আড্ডা
সম্পাদকঃ এইচ, এম, হাবিবুর রহমান হাবিব
জলধারা একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা। প্রতি তিন মাস অন্তর অন্তর এটি প্রকাশিত হয়। পত্রিকাটি সম্পাদনা করেন লেখক ও নির্মাতা এইচ, এম, হাবিবুর রহমান হাবিব। যে কেউ ইচ্ছে করলেই লেখা জমা দিতে পারবে এই পত্রিকায় এবং সবকিছু ঠিকঠাক থাকলে লেখাটি পত্রিকায় প্রকাশ করা হয়।
লেখা জমা দিতে ই-মেইল করুনঃ joldhaara@gmail.com