করোনার ভাইরাসের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা না হওয়ায় ফরম পূরণের কিছু টাকা ফেরত পাবে পরীক্ষার্থীরা।
টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার ( ০৯ মার্চ ) থেকে। গতকাল সোমবার ( ০৮ মার্চ ) ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ জমাকৃত অর্থের চেক বোর্ডের হিসাব শাখা ( ১নং ভবনের ৩ তলা, কক্ষ নং ২০৮) থেকে বিতরণ করা হবে। শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষককে (স্বক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওই চেক অফিস চলাকালে গ্রহন করার জন্য অনুরোধ করা হলো।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভার্নিং বডির সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে , বিজ্ঞান বিভাগের এক জন নিয়মিত পরীক্ষার্থী সর্বমোট ১ হাজার ৬৫ টাকা ফেরত পাবেন। এর মধ্যে শিক্ষাবোর্ড দেবে ৪৮০, কেন্দ্র দেবে ২২৫ টাকা। আট বিষয়ের ব্যবহারিকে ৪৫ টাকা করে মোট ৬২৫ টাকা পাবে। মানবি ও ব্যবসা শিক্ষা শাখার নিয়মিত পরীক্ষার্থীরা পাবে মোট ৬২৫ টাকা।