ভাগ্যিস প্রথম লেগে জয় পেয়েছিল জুভেন্টাস। না হলে সেমি থেকেই বিদায় নিতে হতো রোনালদোর। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে উঠেছে ওল্ড লেডিরা। গতকাল মঙ্গলবার রাতে সেমির দ্বিতীয় লেগে ইন্টার মিলানের সাথে গোলশূন্য ড্র করেছে রোনালদোরা। তবে প্রথম লেগের জয়ই জুভেন্টাসকে পৌঁছে দেয় শিরোপা লড়াইয়ের মঞ্চে। প্রথম লেগে রোনালদোর গোলে জুভেন্টাস জিতেছিল ২-১ ব্যবধানে।
ফাইনালে জুভেন্টাস খেলবে নাপোলি-আটলান্টার মধ্যকার সেমিফাইনাল বিজয়ীদের সাথে।
সান সিরোয় ইন্টার মিলানের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। দল জিতেছিল ২-১ গোলে। এবার ফিরতি লেগে ঘরের মাঠে গোলের দেখা পায়নি জুভেন্টাস।
অথচ শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল রোনালদোরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। বিরতির আগে দুটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রথমবার ডি-বক্সে তার শট ব্লকড হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে। পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক সামির হান্দানোভিচ।