রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার ধসে এক চীনা নাগরিকসহ ৪জন আহত হয়েছেন।
রোববার(১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার পর বিমানবন্দর রেলস্টেশন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুই চীনা নাগরিক এবং দুই বাংলাদেশি। তাদের মধ্যে তিনজনকে এভার কেয়ার হাসপাতালে ও একজনকে লেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিআরটি প্রকল্পের চিফ কিউসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।