ভাসানচর এখন যেন এক মুক্ত পৃথিবী রোদ্র উজ্জল ও আকাশের নিচে স্বর্গ মত শিশু কলাহল এখানেই। বিকেলে এখানে কাটলেও সকাল হলেই রোহিঙ্গা শিশুদের জন্য ভাসানচরে ব্যবস্থা করা হয়েছে অনানুষ্ঠানিক শিক্ষার।
মিয়ানমার ভাষা , ইংলিশ, গনিত ও উন্নত জীবন মান এ চারটি বিষয় পড়ানো হয় এ খানে। আপাতত ৫-১১ বছরের শিশুদের অন্তরভুক্ত করা হয়ে শিখার কার্যক্রমে। অনুমোতি পেলে এর পরিধি আরো বাড়ানো হবে।
স্কুলে যাওয়া সুযোগ পেয়ে উন্নত জীবনের স্বপ্ন এখন রোহিঙ্গা শিশুদের চোখে মুখে। তাদের স্বপ্ন বড় হয়ে কেউ হতে চান ব্যবসাই , কেউ বা শিক্ষক।
ভাসানচর আশ্রয়ণ কর্মকর্তা মনে করেন রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হলে তারা ভবিষ্যৎ এ বড় ধরন্রে অপরাধ থেকে দূরে থাকবে।