উবার, পাঠাওয়ের পর দেশের ১৩তম রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল ‘ডিজিটাল রাইড’।
বুধবার (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেল ‘ডিজিটাল রাইড’র কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটি জানায়, পুরুষ ও নারী যাত্রীকে সেবা দিতে রয়েছে নারী-পুরুষ রাইডার। নিরাপদ ভ্রমণ নিশ্চিতে চালকদের প্রতি সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সহায়তায় দিচ্ছে প্রতিষ্ঠানটি। যে কোনো বিপদের জন্য বাটনের মাধ্যমে নিশ্চিত করবে নিরাপত্তা। মোটরসাইকেলের পাশাপাশি ডিজিটাল রাইডে যুক্ত করা হয়েছে অ্যাম্বুলেন্স সেবাও।