পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে আইজিপি বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় আইজিপির সাক্ষাত চাওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে গৃহীত বছরব্যাপী কর্মসূচি পালনে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।